খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে তিন দিনের গুলিবর্ষণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল। এ লক্ষ্যে বিজিবির ১৪ সদস্যের একটি দল আজ সোমবার সকালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে পৌঁছেছে।
বিজিবির সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সোমবার সকালে মেজর নুরুদ্দিনের নেতৃত্বে বিজিবির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট পার হয়ে ভারত পৌঁছেছে।
বিজিবি সদর দপ্তরের তথ্য কর্মকর্তা মহসীন রেজা বলেন, আজ সোমবার থেকে বিএসএফের গুলিবর্ষণ প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে বুধবার।