Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
40চট্টগ্রাম বন্দর দিয়ে অবৈধভাবে ভারতীয় রুপি আনার ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- দুবাই থেকে আসা চালান খালাসের দায়িত্বে থাকা সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আসাদউল্লাহ, ব্যবসায়ী আহমদ উল্লাহ, কাস্টমস গোয়েন্দা বিভাগের টি বয় মোহাম্মদ ছাবের ও তৌহিদুল আলম। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাকন এ আদেশ দেন। এদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করেছিল পুলিশ। এ প্রসঙ্গে মহানগর পুলিশের কোট শাখার জেনারেল রেজিস্ট্রেশন অফিসার আজহারুল ইসলাম বলেন, ‘বন্দরে রুপি আটকের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকমি আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা একটি কন্টেইনারের চারটি কার্টনে পৌনে তিন কোটি ভারতীয় রুপি পাওয়া যায়। গত ১৮ সেপ্টেম্বর রাতে সেটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রসঙ্গত, আসামিদের মধ্যে আসাদউল্লাহ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোবারক হোসেন ওরফে মোবারক আলীর ছেলে।