খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ডাকযোগে আইবিএ-এর পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে এ নোটিশটি পাঠান। এতে ২৪ ঘণ্টার মধ্যে একবার ভর্তি পরীক্ষা দেওয়ার বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত আইবিএ-এর বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলা হয়েছে। নয়তো এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে। ইউনুস আলী সাংবাদিকদের বলেন, ‘২০১৪ সালের ১৫ অক্টোবর ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় মাত্র একবার অংশগ্রহণের সুযোগ থাকবে বলে সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ। সেটিও কেবলমাত্র ক, খ, গ, ঘ এবং চ ইউনিটের জন্য প্রযোজ্য। আইবিএ ভর্তির জন্য প্রযোজ্য হবে না। কারণ আইবিএ একটি স্বায়ত্বশাসিত ইনস্টিটিউট। তাই এ বিষয়ে নোটিশটি পাঠানো হয়েছে। তাছাড়া ২০১৪-১৫ সেশনেও দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ ছিল