Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
46বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে প্রশাসনিক এক আদেশে এ ব্যবস্থা নেয় বিসিসি। ওই আদেশে বলা হয়- বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) রোড পরিদর্শক জাহাঙ্গীর হোসেন এবং সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে কটূক্তির সময় উপস্থিত থেকে প্রতিবাদ না করায় রোড পরিদর্শক কবির হোসেনকে কর শাখায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। অভিযুক্তদের কেন চাকুরি থেকে বরখাস্ত করা হবে না এই মর্মে নোটিশ করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, সোমবার অফিস চালাকালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।