খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
‘ভাই, ভিডিও দেখে চোখে পানি এসে গেল। একদম প্রবাসীদের মনের কথা’, ‘অসাধারণ! কাঁদব না কাঁদব না ভেবেও কেঁদে দিলাম’, ‘সত্যি আপনি গ্রেট স্যার। চোখে পানি চলে এলো গর্বে’, ‘কাইন্দায় ছাড়লেন ভাইৃ’— মন্তব্যগুলোতে একটি কমন বিষয় আছে। সেটি হল কান্না বা চোখের জল। এতসব মন্তব্য কাকে ঘিরে? কিসের জন্য ঝরল এত চোখের জল?
সত্যি বলতে, ১ মিনিট ৫৬ সেকেন্ডের একটি টিভিসিই এতো মানুষের চোখের জলের উৎস। আর এর ‘নাটের গুরু’ মোস্তফা সরয়ার ফারুকী।
ঘটনার শুরু চাঁদ রাতে, ২৪ সেপ্টেম্বর। ক্রাউন সিমেন্টের একটি নতুন টিভিসি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেন জনপ্রিয় এই নির্মাতা। ব্যস, শুরু হয়ে গেল দর্শকদের উচ্ছ্বাস। উপরিউল্লিখিত মন্তব্যগুলো সব ইউটিউব থেকে নেওয়া। এমডি শাহ আলম, স্বাগত রওনক, নির্জন শাহ— ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও এরকম হাজারও মন্তব্য করেছেন দর্শকরা।
দীর্ঘদিন পর একটি বিজ্ঞাপনচিত্র যেন এক করে দিল আবেগী ও দেশপ্রেমিক কিছু মানুষকে। ফারুকীর মতে, ভালোবাসা ছড়িয়ে দিলেই বাড়ে। আর এই বিজ্ঞাপনচিত্র ঘিরে ভালোবাসা ছড়িয়েছে ভাইরাল হয়ে, চোখের পলকে।
সেদিন ফারুকী ফেসবুকে লিখেছিলেন, ‘খুব সামান্য জিনিসই আমাদের উপরে উপরে আলাদা করে রাখে। এই ম্যানুফ্যাকচারড্ আর কসমেটিক বিভেদের স্তর পার হয়ে একটু গভীরে গেলেই দেখতে পাই বাংলাদেশকে নিয়ে কী রকম অভিন্ন ভালোবাসা দল-মত নির্বিশেষে আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে। এই ভালোবাসা কত সহজে আমাদের চোখের কোণ ভিজিয়ে দেয়। ক্রাউন সিমেন্টের এই বিজ্ঞাপন করতে অনেক কষ্ট হলেও গায়ে লাগে নাই। কারণ কাজটা করতে আমরা আনন্দ পেয়েছি। বিজ্ঞাপন তো সব সময়ই করি। কিন্তু এই কাজটা আমাদের কাছে আর দশটা বিজ্ঞাপনের মতোমনে হয় নাই। আমরা আবেগে কেঁদেছি,আনন্দে হেসেছি। আসেন সেই আনন্দ অথবা অশ্র“ আজ ভাগাভাগি হোক।’