খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
সক্ষমতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৭। এ তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।
বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা তালিকাটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে সক্ষমতা সূচকের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৯তম।
একটি দেশের অর্থনৈতিক দক্ষতা ও শিক্ষা-সংস্কৃতিতে তার চলমান পরিস্থিতি বিবেচনা নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা এ তালিকায় সক্ষমতা সূচকে প্রতিবেশি দেশ ভারত রয়েছে ৫৫তম অবস্থানে। পাকিস্তানের অবস্থান ১২৬তম। আর পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে ১২৫তম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।