খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
যশোর জেলা শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় ইজিবাইকের চাকায় ওড়নার জড়িয়ে সায়মা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মা ওই এলাকার আনোয়ারের মেয়ে। সে যশোর ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সায়মা তার পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অসাবধানতায় ওড়না জড়িয়ে গেলে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়।
পরে আহত অবস্থায় সায়মাকে যশোর ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।