Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
53কপিল মানেই জোকস আর মজা। কপিল মানেই বলিপাড়ায় হাসির জোয়ার। সেই তিনি যে এমন একটা কাণ্ড করে বসবেন সত্যিই বিশ্বাস করা যায় না। ঐশ্বর্যের অনুমতি ছাড়াই তাঁর ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন কপিল।
আর তার কিছু সময়ের মধ্যে দেখা যায় অ্যাশের দেহরক্ষীরা ঘাড় ধাক্কা দিতে বার করে দিচ্ছেন কপিলকে। এই ঘটনায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে টিনসেলে। তবে কি ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এমনকি কপিলকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যায় প্রসঙ্গটি।
কেন কপিল এমন করল? কি এমন করেছে যাতে এমন ব্যবহার করল অ্যাশ? আর সাতপাঁচ ভেবে লাভ নেই। অনেকেই মনে করছেন এটা পাবলিসিটি স্ট্যান্ট। আসলে সামনেই মুক্তি পেতে চলেছে ঐশ্বর্যের কামব্যাক ছবি ‘জজবা’।
শোনা যাচ্ছে এই ছবির প্রচারে, “কমেডি নাইটস উইথ কপিল’-এর মঞ্চে আসছেন বিশ্বসুন্দরী। তাই কপিলের অ্যাশের ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়া, দেহরক্ষী দিয়ে কপিলকে বার করে দেওয়া পুরোটাই সাজানো ড্রামা। তাই এখনও অপেক্ষা সময়ের, আদৌ ঘটনাটি সত্য কিনা।