Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
5আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন। এদিন বেলা ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেন। সেখানে এ সময় নির্ধারিত হয়। পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রীও সেদিন সচিবালয়ে এক সভা থেকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে মহাসচিব মাকসুদ কামাল জানান, ৬ অক্টোবর সকালে তারা ফেডারেশনের সভা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। এরপর বেলা ৩টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এর আগে শিক্ষক সমিতি ফেডারেশনের চার নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসায় অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, শিক্ষকরা পৃথক বেতন কাঠামোসহ কয়েকটি দাবিতে গত প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন। গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরো জোরদার হয়। তখন থেকে শিক্ষকরা কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তারা বলেছেন, দাবি পূরণ না হলে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে।