খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
আরজে প্রত্যয়ের মৃত্যুর নতুন এক রহস্যর জন্ম দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। প্রত্যায়ের লাশ পাবার ১২ ঘণ্টার মধ্যেই অভিনেত্রী শবনম ফারিয়া প্রত্যয়ের সঙ্গে ফেসবুক চ্যাটিংয়ের কিছু কথা স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে দিলেন। গণমাধ্যমে প্রকাশ পাওয়া খবরের ভিত্তিতে শবনম ফারিয়ার সাথে বিনোদন বিভাগ থেকে যোগাযোগ করলে তা সম্ভব হয়নি। ফারিয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং ফারিয়ার ফেসবুকে ইনবক্স করা হলেও তিনি কোন সাড়া দেননি। প্রত্যয়ের অকাল চলে যাওয়াকে মানতে পারছেন না এই অভিনেত্রী। ফারিয়া নিজের স্ট্যাটাসে লিখেছেন, তোমার সাথে মজা করছিলাম ভাইয়া। পরশু রাতে তুমি আমাকে এগুলো বুঝিয়েছো আর আজকে তুমি চলে গেলা? সাধারণ ভাবে আমি এটা নিতে পারছি না। একদমই.. ইন্নানিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজীউন. ফারিয়ার দেওয়া স্ট্যাটাস দেখে ধারণা করা হচ্ছে এটিই ছিলো প্রত্যয়ের সর্বশেষ ফেসবুক চ্যাটিং। কি আছে শবনম ফারিয়া এবং প্রত্যয়ের ফেসবুক চ্যাটিংয়ে। তবে ফারিয়া ফেসবুক চ্যাটিংয়ের যে অংশটি আজ ফেসবুকে শেয়ার করেছেন সে অংশ থেকে নিজের কথাগুলো মুছে দিয়েছেন তিনি। ফারিয়ার চ্যাটিংয়ের তারিখ দেখা যায় গত মঙ্গলবার রাত ১১টা ১৭ মিনিট ও বুধবার রাত ২টা ৪ মিনিট। পুলিশের আনুমানিক ধারণা অনুযায়ি বলা যায় তাহেলে কি ওই রাতেই মারা গিয়েছিলেন আরজে প্রত্যয়? অপর দিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাইমুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সামিউল কবির প্রত্যয়ের নিজ বাসার বিছানায় তার লাশটি পাওয়া যায়। উল্লেখ্য, এবিসি রেডিওর আরজে প্রত্যয়ের মৃতদেহ শুক্রবার সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রোড ২/১ এর ৩/১ নং বাসার ৪ তলা থেকে উদ্ধার করে রুপনগর থানা পুলিশ। মিডিয়া পাড়ায় এ নিয়ে শোক ও একই সঙ্গে অনেক জল্পনা কল্পনাও চলছে। এই আরজের মৃত্যু নিয়ে রহস্য একর পর এক বেড়েই চলেছে।