খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
নিজের ভাবমূর্তি বদলের চেষ্টা করছেন সানি লিওন! পর্নো সিনেমায় অভিনয় ছেড়ে দিলেও বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তার নিত্য যাতায়াত। সেখান থেকেই হঠাৎ সামাজিকতায় মেতে উঠেছেন তিনি! যুক্তরাষ্ট্রে বন্যপ্রাণীদের সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ‘পেটা’র অনুষ্ঠানে বৃহস্পতিবার দেখা গেল তাকে। পেটার ৩৫তম প্রতিষ্ঠাদিবসে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আমন্ত্রিত হয়েছিলেন সানি। আর মহাত্মা গান্ধীর জন্মদিনের কয়েক ঘণ্টা আগে সেখান থেকেই অহিংসার বার্তা দিলেন তিনি। ‘পেটা’র অনুষ্ঠানে অর্চনা কোচারের ডিজাইন করা একটি লং গাউনে উপস্থিত ছিলেন সানি। আর ওই পোশাকটি তৈরি করে দেওয়ার জন্য অর্চনাকে টুইটারে বিশেষ ধন্যবাদ দিয়েছেন সানি। কারণ পোশাকটি রেশম কীটের সুতো থেকে তৈরি নয়। তাই ‘পেটা’র অনুষ্ঠানে পরার জন্য পোশাক আদর্শ। এর আগে সানি বন্যপ্রাণীদের সংরক্ষণ নিয়ে সচেতন ছিলেন না। যে পোশাক পরছেন তা কোন সুতো দিয়ে তৈরি তা নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না তিনি। তবে দ্রুত পাল্টে নিচ্ছেন নিজেকে। পর্নো সিনেমা থেকে যেমন বলিউডে ক্যারিয়ার তৈরি করছেন, তেমনই নিজের ভাবনাচিন্তার জগতেও আমূল পরিবর্তন আনছেন সানি লিওন।