খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
চলতি সময়ের একজন আলোচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন অনুষঙ্গে নিজেকে বরাবরের মতো উজ্জ্বল ভঙ্গিতে উপস্থাপন করে চলেছেন তিনি। কখনো দেশে কখনো বিদেশে। আর এরই অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) নবম আসরে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে বিচারকের আসনে আসীন হওয়ার আমন্ত্রণ পেলেন ফারুকী। ভ্যারাইটি পত্রিকা এক খবরে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এবারের আয়োজনে ফারুকীর পাশাপাশি বিচারক থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ান। সেরা ছবি নির্বাচনে তারা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডঙ-হো’র নেতৃত্বের। তিনি হলেন বুসান চলচ্চিত্র উৎসবের প্রাক্তন চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। রবিবার বুসানে অ্যাপসা বিচারকদের নাম ঘোষণার অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন ফারুকী। এদিকে বিচারক নির্বাচিত হওয়া প্রসঙ্গে ফারুকী তার ফেসবুকে লিখেছেন, ‘যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনাম এর মতো ব্যাক্তিরা বসেছেন সে আসনে বসার আমন্ত্রণ আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না।’ তিনি আরো লিখেছেন, ‘গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ। কান, ভেনিস, বার্লিন, লোকার্নো কাপানো সব ছবিগুলো নিশ্চয়ই থাকবে নমিনেশনে! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করতে দেখে অবশ্যই ভালোই লাগছে।