খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
৩৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িক যোগ্য প্রার্থীদের কয়েকজনকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। ওই প্রার্থীদের আবেদনপত্র (ইচঝঈ ঋড়ৎস-২)-এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পিএসসি এই নির্দেশ দিয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যমের কাছে পাঠানো তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের বিষয়ে গত রোববার পিএসসির ডডড.নঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে ৮০.২০০.০৫১.০০.০০.০২২.০২০১৫-৮৩৮ নং প্রেস বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের পাশে উল্লিখিত কাগজপত্র আগামী ২২ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় প্রধান কার্যালয়ে পরিচালক, বিসিএস পরীক্ষার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কমিশন থেকে নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমা দেওয়া এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে।