খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হতে আবদুল কাদের (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল গ্রাম থেকে এ লঅশটি উদ্ধার করা হয়। নিহত যুবকটি নয়ানখাল গ্রামের খেনজুল মামুদের ছেলে এবং নববিবাহিত। সে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ ঘটনায় ওই যুবকের স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছে নিহতের পরিবার। এলাকাবাসী জানায়, সম্প্রতি ওই যুবকের বিয়ে হয় একই উপজেলার দক্ষিণ দুরাকুটি ঘোপা পাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ের সাথে। গত শুক্রবার তার নববিবাহিত স্ত্রী পূর্ব প্রেমিকের সাথে পালিয়ে যায়। এতে স্বামী কাদের বাধা দিতে গেলে তার স্ত্রী কাদেরকে গলায় দড়ি দিয়ে মরতে বলে চলে যায়। এ ঘটনা সহ্য করতে না পেরে আবদুল কাদের নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি মোস্তফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা নিহতের স্ত্রীকে আসামীকে করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছে।