Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
21ছবিটা ভাল করে দেখুন তো! যদি ভাবেন, আঙুল তুলে কাউকে শাসাতে চাইছেন ইরফান খান, তাহলে ভুল করবেন। আর, যদি ভাবেন, নায়কের কিছু বলার আছে, তাহলে এক্কেবারে ঠিক! কিন্তু, একটা আঙুল তুলে কী বলতে চাইছেন ইরফান? বলছেন ১ মিলিয়ন বা দশ লক্ষর কথা। সম্প্রতি ফেসবুকে তাঁর ভক্ত-সংখ্যা ১০ লক্ষ, ছবিটা পোস্ট করে সে কথাই জানাচ্ছেন তিনি। ছবিটা সোমবার রাতে ফেসবুকে পোস্ট করেছেন ইরফান। তার সঙ্গে ভক্তদের উদ্দেশে লিখেছেন, “একটা সুন্দর যাত্রার মধ্যে আছিৃতার নাম জীবনৃএর প্রত্যেকটি ধাপে মাইলস্টোনের মতো সঙ্গে থাকার জন্য ধন্যবাদৃধন্যবাদ ১ মিলিয়ন ভালবাসার জন্য!” অবশ্য, শুধুই ১০ লক্ষ ভক্তের ভালবাসা নয়, সমালোচকদের ভালবাসাও বরাবরের মতোই অকাতরে পাচ্ছেন ইরফান। চলতি মাসের ২ তারিখে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘তলবার’, সেখানে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলেই। এর ঠিক পরেই মুক্তির অপেক্ষায় আছে ঐশ্বর্যা রাই ব”চনের সঙ্গে ‘জজবা’। ইরফান বিশেষ করে তাকিয়ে আছেন ‘জজবা’-র দিকে, বলছেন ঐশ্বর্যার মতো এত সুন্দরী নায়িকার সঙ্গে এর আগে তিনি কাজ করেননি। সেই জন্যেই ছবিটা নিয়ে তাঁর প্রত্যাশাও বেশি! আশা করাই যায়, ছবি মুক্তির পরে ইরফান ভালবাসা পাবেন ১০ লক্ষেরও বেশি!