Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
4বরফে ঢাকা ধু ধু প্রান্তর। তার মধ্যে রোমান্সে মশগুল হিরো-হিরোইন। কনকনে ঠাণ্ডাতেও হিরোইনের শরীর জড়িয়ে রয়েছে ফিনফিনে রঙীন শিফন শাড়ি। এই দৃশ্য একমাত্র নব্বইয়ের দশকে যশ চোপড়ার সিনেমায় সম্ভব। না, এ দশকেও এমন দৃশ্যায়ন হয়। যা দর্শকদের করে তুলবে নস্টালজিক।
করণ জোহর প্রযোজিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র শুটিং করতে করতে সেই নব্বইয়ের নস্টালজিয়ায় ভাসলেন অনুশকা শর্মা। বরফে ঢাকা প্রান্তরে লাল শিফন শাড়ির কোণা ধরে থাকা ছবি টুইট করে ভাগ করে নিলেন সেই নস্টালজিয়া। টুইটে ‘দিল ধাড়কানে দো’ তারকা লিখেন, কখনো ভাবতে পারেননি এমন লুকে তাকে দেখা যাবে।
সিনেমাটিতে অনুশকার বিপরীতে রয়েছেন রনবীর কাপুর। আর অনুশকার লুক ডিজাইন করেছেন মনীশ মলহোত্রা। তিনি তো প্রতিশ্র“তি দিয়েই রেখেছেন এই সিনেমায় অনুশকাকে একেবারে নতুন লুক দেবেন। শুটিংয়ের ফাঁকে মনীশের সঙ্গেও ছবি টুইট করেছেন অনুশকা। পিছনে সুন্দরী ভিয়েনা।
নতুন সিনেমাটিতে আরও অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সানি লিওন।