খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
মঞ্চে পারফরমেন্স করতে গিয়ে কেঁদে বুক ভাসালেন পপ স্টার মাইরি সাইরাস। পোষা কুকুরের মৃত্যুটা কোনভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এ সপ্তাহে এক লাইভ শো-তে সবাই কাঁদতে দেখলেন ২২ বছর বয়সী ‘রেকিং বল’ তারকাকে। ‘স্যাটার ডে নাইট লাইভ’ শো-এর ৪১তম প্রিমিয়ারে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন তিনি। বরাবরের মতো অদ্ভুত ধাঁচের পোশাকে সেজেছিলেন তিনি। মঞ্চে নতুন অ্যালবামের দুটো গান গেয়েছেন মাইলি। একটি ‘মাইলি সাইরাস অ্যান্ড হার ডেড পেটজ’। আর প্রথম গানটি ছিল ‘কারেন ডোন্ট বি স্যাড’। এ দুটো গানের সময় দর্শক সারির অনেকেই তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গেয়েছেন। তাদের পোশাকে পোষা প্রাণীর ছবি ছিল। মাইলির মৃত কুকুরের ছবিও ছিল অনেকের দেহে। গান গাওয়া অবস্থায় চোখের পানি ঝরালেন তারকা।