খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল গার্ল পপি। বাছবিচার করে নিজেকে মানিয়ে নিয়েছে সিনেমার পর্দায়। তবে এখন তার কাজের সংখ্যা আগের তুলনায় কম। সম্প্রতি মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে পপি জানিয়েছেন, আসলে কাজের প্রস্তাব তো অনেক থাকে। সেক্ষেত্রে সব কাজ তো আর মনের মতো হয় না তাই অনেক কাজের প্রস্তাবের ভেতর থেকে ভালো কাজগুলো বাছাই করে কাজ করতে হয়।
পপি জানান, ইন্ডাস্ট্রিতে ভালো বাজেটের চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। আর সেই সাথে গুণী নির্মাতাদেরও অভাব আছে বলে আমার মনে হয়। তাই অভিনয় যেহেতু আমার মনের খোরাক তাই সেই মনের ক্ষুধা নিবারণের জন্যই এখন মাঝে মাঝে নাটক-টেলিফিল্মে কাজ করি। তবে আমার জায়গা চলচ্চিত্র, নাটক বা টেলিফিল্ম নয়।
নতুন চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে পপি বলেন, চলতি সপ্তাহে ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের ইংরেজি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো। আমার বিপরীতে অভিনয় করবে সায়মন। বাংলা ও ইংরেজি দুটি ভাষা ব্যবহার করা হবে ছবিটিতে।