খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের সালামত উল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামীদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন,অগ্নিসংযোগ,ধর্মানন্তর ও দেশান্তর করাসহ মানবতাবিরোধী ১৩ টি অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান ও সানাউল হক এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়টি সাংবাদিকদের জানান। এই মামলার অন্য আসামীরা হলেন, মৌলভী জাকারিয়া শিকদার(৭৮), মো:রশিদ মিয়াবিএ(৮৩), অলি আহমদ(৫৮),মো: জালাল উদ্দিন(৬৩),মোলভী নুরুল ইসলাম(৬১),মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল(৬৩),মমতাজ আহম্মদ(৬০),হাবিবুর রহমান(৭০),মোলভী আমজাদ আলী(৭০)সহ মোট ১৯ জন। এদের মধ্যে সালামত উল্লাহ খানসহ ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সানাউল হক বলেন, ট্রাইব্যুনালে যতগুলো মামলা এসেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় মামলা। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো: নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে চলতি বছরের ৮ অক্টোবর পযন্ত তাদের অপরাধের তদন্ত শেষ করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে মূল একশত ৬১ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট চারশত ৩৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে। প্রতিবেদনে ৬০ জন সাক্ষীর জবানবন্দি, ঘটনা স্থলের খসড়া মানচিত্র ও সূচী এবং ঘটনা স্থলের স্থির চিত্র দাখিল করা হবে প্রসিকিউশনে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ১৩টি। এর মধ্যে হত্যার ৯৪টি, নারী নির্যাতন অসংখ্য এবং লুটপাট ও অগ্নি সংযোগ ব্যাপক। মামলায় মোট একশত ২৬ জন সাক্ষী রয়েছে।