খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বি-ইউনিটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা বিকেল তিনটায় শুরু হবে। শুক্রবার বিকেল তিনটা থেকে শুরু হয়ে চারটায় শেষ হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘বি’ ইউনিটে ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৫৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে ড্রেসকোড চালু করা হয়েছে। তাছাড়া অন্যান্য বছরের মতো পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পরীক্ষা কমিটি সতর্ক রয়েছে । পরীক্ষার্থীদের পোশাকের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাফ হাতা শার্ট ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পড়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। তবে ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরেন, তাদের জন্য পোশাকের শর্ত শিথিল করা হয়েছে। তবে কেউ যাতে এই সুযোগ নিতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা রয়েছে। এছাড়া পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (যেমন : ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে নিতে দেওয়া হবে না। নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রোবার স্কাউট ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করছেন।