খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : জেলার গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অহিদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে গৌরনদীর মদিনা মসজিদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
নিহত অহিদুল ইসলাম নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- মারুফা, সূজন, চাদনী, জাহিদুল, রেক্সোনা, শহীদুল, হালিমা, লতা, সোবাহান, করিম, মালতি, রোক্সনা, ফারুক ও আসমা। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
এদের সবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকায় বলে জানিয়েছেন জরুরি বিভাগের ব্রাদার মোস্তাফিজুর রহমান।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, নিহতের চাচা আব্দুল হাকিমের লাশ নিয়ে স্বজনরা ঢাকা থেকে একটি ট্রাকে করে নলছিটির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরনদীর মদিনা মসজিদ এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।