Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৪২২ উপলক্ষে সিঙ্গাপুরের 47বাংলা ইউনিভার্সাল সোসাইটি’ আয়োজিত ৪ দিনব্যাপি দুর্গাপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে তার সাথে গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠ বারো এর শিল্পী বৃষ্টি মুৎসুদ্দি। সিঙ্গাপুরের বিটি রোডে ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারদীয় পূজায় প্রবাসীদেরকে গান গেয়ে শোনাবেন রুনা লায়লা। এছাড়াও সংগীত পরিবেশন করবেন সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটির স্থানীয় শিল্পীবৃন্দ। ২২ তারিখে গান গাইবেন কন্ঠশিল্পী রুনা লায়লা এবং ২০ ও ২২ অক্টোবর ২দিন সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী বৃষ্টি। এব্যাপারে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটির সভাপতি রণজিৎ চন্দ্র সাহা বলেন, ‘সিঙ্গাপুরে দুর্গোৎসব হল প্রবাসী বাঙ্গালিদের এক মিলনমেলা। এবছর উৎসব মাতাতে আমাদের পূজায় গান গাইবার জন্য সিঙ্গাপুর আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী রুনা লায়লা। প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসবে যোগ দেবেন কলকাতার বাঙ্গালিরাও। দুর্গাপূজা উপলক্ষে কলকাতা থেকে মূর্তি আনা হচ্ছে বিমানে করে, ১৫ই অক্টোবর মূর্তি সিঙ্গাপুরে এসে পৌছাবে।’ এছাড়াও পূজা উপলক্ষে প্রতিদিনই থাকছে অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ আরও নানা আয়োজন।