খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, পাবনা : ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছেন পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে দশটায় মানসিক হাসপাতালের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস।
কর্মসূচীতে পাবনার মানসিক হাসপাতাল, মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।