Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road accident bdখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : চট্টগ্রামের মিরসরাইয়ে আজ সোমবার ভোরে চাল বোঝাই একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) গোলাম মোহাম্মদ বলেন, চাল বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে চট্টগ্রাম আসছিল। ট্রাকের ছাদে ১১ জন আরোহী ছিলেন। ট্রাকটি সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাত-আট ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। ট্রাকে থাকা চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ট্রাকের অন্য আরোহীরা বলছেন চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়েছেন। নিহত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।