খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : মদ্যপান করে প্রকাশ্যে মাতলামি করায় গ্রেফতার হয়েছেন হলিউডের ট্রান্সফর্মার খ্যাত তারকা শিয়া লাবেওফ।
টেক্সাসের অস্টিন থেকে শুক্রবার রাতে তাকে রাস্তায় মাতাল অবস্থায় হাঁটার সময় পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে পাঠায়।
২৯ বছর বয়সী এই তারকা অভিনেতা নিয়ন্ত্রণহীনভাবে রাস্তায় হাঁটতে থাকে এবং চিৎকার করতে থাকে। পুলিশের সামনে এমনটি ঘটতে দেখে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
বার কর্তৃপক্ষ শিয়াকে রাস্তায় হাঁটতে নিষেধ করা সত্ত্বেও তিনি তাদের নিষেধ মানেননি বলে জানায় বার কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিয়া নেশাজাতীয় কোন দ্রব্যে প্রভাবিত হয়ে মাতাল অবস্থায় রাস্তায় হাঁটতে থাকে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে টেক্সাসের কাউন্টি কারাগারে প্রেরণ করা হয়।
শুধু এবারই প্রথম নয় এর আগে ২০১৪ সালের জুনের দিকেও তিনি গ্রেফতার হয়েছিলেন একই কান্ড করার দায়ে। সেবার তাকে গ্রেফতার করেছিল ম্যানহাটন পুলিশ।