খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : বলিউডের ‘কুইন’ সেই কঙ্গনা রানাওয়াত অনেক কাঠ-কয়লা পুড়িয়ে তাকে এখানে আসতে হয়েছে। কঠোর সংগ্রামের মধ্য দিয়েই হিমাচল প্রদেশের ছোট্ট শহরের সাধারণ মেয়ে থেকে হয়েছেন বলিউডের প্রথম সারির নায়িকা। অভিনয়ের জন্য সঠিক সুযোগ পাওয়া তো বটেই, ইংরেজি না জানাতেও নাকি এক সময় বলিউডে পিছিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন বলিউডের ‘কুইন’খ্যাত নায়িকা। খবর আনন্দবাজার। সম্প্রতি লন্ডনে ‘উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড সামিট’এ যোগ দিয়েছিলেন কঙ্গনা। সেখানে ভারতীয় মেয়েদের নিয়ে ইংরেজিতে বক্তৃতার সময় জানালেন, ক্যারিয়ারের শুরুতে একেবারেই ইংরেজি জানতেন না তিনি। ইংরেজিতে কথা বলতে পারতেন না। তার ভাষ্যে, আপনি ইংল্যান্ডে গিয়ে যদি বলেন, ইংরেজি বলতে পারি না। তাও মানুষ বুঝবে। কিন্তু মুম্বাইতে আপনাকেই উল্টো জিজ্ঞাস করা হবে, ইংরেজি না জানলে হিন্দি ছবিতে কীভাবে অভিনয় করবেন? নায়িকার দাবি, প্রথম দিন থেকে নিজেকে একটুও বদলাননি। তাই আজো তার পা মাটিতেই আছে।