Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: মাসুমা রহমান নাবিলা। দর্শক তাকে উপস্থাপিকা 5হিসেবেই চেনেন। নাটকে তাকে অল্প বিস্তর দেখা গেলেও সম্প্রতি বড় পর্দায় অভিনয় করলেন এ অভিনেত্রী। অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি শিরোনামের এ সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ের। মেয়েটি শিক্ষিত। পুরান ঢাকায় থাকে। চরিত্রটি এতটাই সাধারণ যে কেউ এতে মিশে যেতে পারবে। যদিও আমি অভিনয়ের বেশিকিছু বুঝি না। তবুও আমি আমার জায়গা থেকে পরিপূর্ণভাবেই তৃপ্ত। শুটিংয়ের দিনগুলো আমি খুব মিস করি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ আয়নাবাজি সিনেমায় আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে নানারূপে দেখা যাবে তাকে। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। এছাড়া আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী, সোহেল প্রমুখ। চলতি বছরের ৭ জুন পুরান ঢাকায় দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয় এ সিনেমার যাত্রা। এরপর টানা তিন মাস কাজ করে আগস্টের শেষে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতা অমিতাভ রেজা। পল্টন, কোক স্টুডিও, জজ কোর্টসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। তবে সিনেমাটি মুক্তির কোনো দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এদিকে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় টিভি অনুষ্ঠান থেকে দূরে ছিলেন তিনি। তবে গত ঈদুল আজহায় কয়েকটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাবিলা। এটিএন বাংলার সেলিব্রেটি টকশো, ‘নোভা প্রেজেন্টস স্টার মোমেন্টস’ উপস্থাপনার মাধ্যমে প্রায় সাত মাস পর নিয়মিতি টিভি অনুষ্ঠানে ফিরলেন তিনি। এটিএন বাংলার স্টুডিওতে গত তিনদিন এ অনুষ্ঠানের শুটিং হয়েছে । নাবিলা উপস্থাপনায় আসার আগে শার্প ব্লেডের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হন। এছাড়া ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী।