খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কায্যালয় হতে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কায্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া,যূগ্ন সম্পাদক নীরেন্দ্রনাথ রায় নিরু,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস পারভেজ,উত্তম কুমার রায়,আবু সায়েম সরকার। উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুস ছামাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক পরিমল চন্দ্র রায়,সাবেক সভাপতি নূর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীÑ১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।