Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: ব্যাপক গোপনীয়তার মধ্যে গভীর রাতে রংপুরের 81মুন্সীপাড়া কবরস্থানে জাপানি নাগরিক কুনিও হোশিকে দাফন করা হয়েছে, যিনি দশ দিন আগে দুর্বৃত্তের গুলিতে নিহত হন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। র‍্যাব সূত্র নিশ্চিত করেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত জায়গায় কুনিওর মরদেহ দাফন করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু জানান, কুনিও হোশিকে দাফন করার জন্য গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন। রংপুরের জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার বলেন, “গত রাত সাড়ে ৪টায় মুসলিম রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে।” জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, “উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ কারণে জাপানি দূতাবাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল, যাতে রংপুরেই তাকে দাফন করা হয়।” স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে নির্দেশনা পাওয়ার পরই দাফনের সব ব্যবস্থা করা হয় বলে জানান জেলা প্রশাসক।