Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী 89মুহাম্মদ খিজির খানের নির্মম নৃশংস হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে যে বিদ্যুৎ এর উন্নয়ন সাধন হয়েছে তার পেছনে প্রকৌশলী খিজির খানের অবদান রয়েছে। পিডিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় কখনো তিনি কোনো ঘুষ-দুর্নীতির সাথে যুক্ত হননি। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সরেকারের কাছে জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ আইইবির প্রকৌশলী ও নেতৃবৃন্দ।