Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : খুব বেশি দিন হয়নি অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ে 10করেছেন। গত ২৮ আগস্ট বিয়ে করেন তিনি। তাঁর বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এই দেড় মাসের মধ্যে সুমাইয়া শিমুর জীবনে আমূল কোনো পরিবর্তন আসেনি। তিনি যেমন ঠিক তেমনই আছেন। প্রতিদিনের রুটিনের কোনো পরিবর্তন হয়নি। নিয়মিত নাটকের শুটিংও করছেন তিনি। সম্প্রতি কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। পড়াশোনাও ঠিকমতো চালিয়ে যাচ্ছেন। এ মুহূর্তে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির জন্য গবেষণা করছেন। গবেষণার শিরোনাম : ‘শৈল্পিক ও আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ । গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করেছেন তিনি। শিমু বলেন, ‘আমি কাজে ও পড়াশোনায় কখনো বিরতি নেইনি। তাই বিয়ের পরও নিচ্ছি না। সবকিছু ঠিকমতোই চলছে। আমার শ্বশুরবাড়ি আমাদের বাসা থেকে খুব দূরে নয়। তাই যাওয়া-আসার মধ্যেই আছি। শ্বশুরবাড়ির সবাইকে অনেক আপন মনে হয়। কখনো মনে হয় না নতুন কোনো বাড়িতে আছি। আর নতুন কিছু নাটকের চিত্রনাট্য পেয়েছি। খুব শিগগিরই আবার কাজ শুরু করব।’ ভালো গল্প, পরিচালক, ইউনিট বুঝে সবসময় কাজ করার সুনাম রয়েছে সুমাইয়া শিমুর। এখনো তিনি বুঝে শুনে নাটকে কাজ করেন। নতুন সংসার সামলে যেভাবে শিমু পড়ালেখা ও অভিনয়টা চালিয়ে যাচ্ছেন তাতে তাঁকে ‘বিস্ময়কর নারী’ বললেও ভুল বলা হবে না