Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় বৈঠক 4করছে সচিব কমিটি। সচিব কমিটির সদস্য ছাড়াও প্রায় অর্ধশত সচিব এ বৈঠকে অংশ নিয়েছেন। পদ্মা সেতু প্রকল্পের ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সচিবরা শনিবার সকালে ঢাকা থেকে পদ্মাপাড়ে এলেও বেলা ১১টার দিকে তারা সভাকক্ষে আসেন। বৈঠক শেষে সভার বিষয় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে বলে তিনি জানান। প্রথাগতভাবে সচিব কমিটির বৈঠক সচিবালয়ে বসলেও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এই প্রথমবারের মতো সচিবালয়ের বাইরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১-এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সূচনা বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়। এর পর পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যের পর উন্মুক্ত আলোচনা শুরু হয়। উন্মুক্ত আলোচনা শেষে সচিব কমিটির মূল বৈঠক শুরু হয় বলে জানা গেছে। এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু প্রকল্প এলকায় পৌঁছান সচিবরা।