Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : ঢাকাই চলচ্চিত্রে এর আগে নিজের নামে অনেকেই 17অভিনয় করেছেন। মান্না, শাকিব খানসহ অনেককেই দেখা গেছে নিজেদের নামে অভিনয় করতে। এবার সেই তালিকায় যুক্ত হলেন পরী মনি। ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে রাকিবুল আলম রাকিব পরিচালিত চলচ্চিত্র ‘নগর মাস্তান’। সিনেমাটিতে ‘পরী মনি’ নামেই পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা পরীকে। এ প্রসঙ্গে পরী মনি বলেন, “এর আগে ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় নিজের নামে অভিনয় করেছি। এর পর ‘নগর মাস্তান’ সিনেমায় নিজের নামে অভিনয় করেছি। কিন্তু ‘নগর মাস্তান’ সিনেমাটি আগে মুক্তি পাচ্ছে। সিনেমাটির বেশিরভাগ কুশীলবকেই নিজ নামে অভিনয় করতে দেখা যাবে।” সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন- জায়েদ খান, শাহরিয়াজ ও পরী মনি। এ ছাড়া আরও অভিনয় করেছেন- তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ। চলতি বছরের ফেব্র“য়ারি মাসে সিনেমাটিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। আপত্তিকর কিছু দৃশ্য থাকায় সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড। পরবর্তী সময়ে কিছু দৃশ্য বাদ দিয়ে সিনেমাটি আবারও সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এর পর ছাড়পত্র মেলে। ‘এফ আর’র ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।