খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : অধিকাংশ চিত্রনায়িকাই কোনো না কোনো সময় রূপালি পর্দার পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেল হিসেবে বিজ্ঞাপনচিত্রে অংশ নেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনও তাদের বাইরে নন। তবে কিছুটা ব্যতিক্রম। কোনো নায়ক কিংবা অভিনয় শিল্পীর সাথে নয় বরং নিজের বাবা-মায়ের সাথে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন দীপিকা। সম্প্রতি দীপাবলি উৎসব বা ‘দিওয়ালি’ উপলক্ষে ভারতের একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে বাবা-মায়ের সাথে অংশ নেন এই বলিউড সুন্দরী। অবশ্য এর আগেও একবার দীপিকা তার মা উজ্জ্বলা পাডুকোনের সঙ্গে একই ব্র্যান্ডের আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। দীপিকার বাবা নামকরা ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোনের সঙ্গেও কিছুদিন আগেই তাকে দেখা গেছে একটি রঙের কোম্পানির বিজ্ঞাপনে। তবে এবারই প্রথম বাবা ও মায়ের সঙ্গে পর্দায় দেখা মিলল পাডুকোন কন্যার। গয়নার এই বিজ্ঞাপনটিতে উৎসবে পারিবারিক বন্ধনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কর্তব্যপরায়ণ এক মেয়ের ভূমিকাতেই দেখা যাচ্ছে দীপিকা পাডুকোনকে। আবার রঙের বিজ্ঞাপনটিতেও দীপিকাকে বাবার আদুরে মেয়ের ভূমিকাতেই দেখা গেছে। প্রসঙ্গত, প্রকাশ-উজ্জ্বলা পাডুকোন দম্পতির বড় মেয়ে দীপিকা। দীপিকার ছোট বোন আনিসা একজন গলফ খেলোয়াড়।