খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের আপকামিং চলচ্চিত্র ‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও’ ছবির নায়ক শ্রাবণ খান ও নায়িকা তানিয়া বৃষ্টি বিয়ের পিঁড়েতে বসেছেন সোমবার। বিকেলে উত্তরার একটি শুটিং হাউসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও’ ছবির শুটিং সেটেই বিয়ে হলো তাদের। তবে সত্যি সত্যি নয়। বিয়েটা ছিল ছবিরই অংশ। এর পর রাতে শ্রাবণ তার ফেসবুক ওয়ালে কয়েকটি বিয়ের ছবি পোস্ট করে মজা করেই লিখেছেন ‘বিয়েটা করেই ফেললাম (অনস্ক্রিন) বন্ধুরা বউটা কেমন হয়েছে?’ এ বিষয়ে শ্রাবণ খান মঙ্গলবার বলেন, ‘ছবিটির আশিভাগ শুটিং শেষ করেছি। চলচ্চিত্রের শেষদিকে দেখা যাবে আমার-বৃষ্টির বিয়ের দৃশ্যটি। অনেক মজা করে শুটিং করছি। আশা করি, আমাদের অভিনয় দেখে দর্শক মুগ্ধই হবেন।’ এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দুই নতুন জুটি উপহার দিতে চলেছেন সোহানুর রহমান সোহান। এর মধ্যে একটি জুটি হলো শ্রাবণ খান ও তানিয়া বৃষ্টি ও অন্য জুটি হলো তুর্কি ইমরান ও মারিয়া। ছবিটিতে একাধিক খলনায়ককে দেখা যাবে। মিশা সওদাগর, ডিজে সোহেল, ডন, ড্যানিরাজ, ওমর সানিসহ আরও অনেকেই অভিনয় করছেন ছবিটিতে। ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন ও মান্নান মোহাম্মদ। গান লিখেছেন কবির বকুল ও জমিদার ইকবাল। এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, কণা, বিল্লাল প্রমুখ।