Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: সম্প্রতি একটি পোশাক ব্র্যান্ডের জন্য 23ডিজাইনারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা স্টাইল আইকন দীপিকা। তাঁর চেন্নাই এক্সপ্রেস কো স্টার শাহরুখকে সিনেমার সেটের বাইরে সাধারণত টি শার্ট আর জিন্সেই দেখা যায়। এবার শাহরুখে মজেছেন দীপিকা পাড়ুকোন। জানালেন, নিজের মনের মানুষকে কিং খানের মত পোশাক আশাকে দেখতে চান তিনি। ক্যাজুয়াল কিন্তু স্টাইলিস থিয়োরিতে বিশ্বাসী তিনি। নিজ মুখেই দীপিকা স্বীকার করলেন, শাখরুখ ছাড়াও পুরুষদের মধ্যে প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের ড্রেসিং সেন্সও ভারী পছন্দের। এমনিতে দীপিকার বর্তমান ‘জাস্ট ফ্রেন্ড’ রণবীর সিংহের পোশাক আশাক দেখে বি টাউনে আড়ালে আবডালে কম হাসাহাসি হয় না। তবে এই ডিভার মতে, রণবীর এতটাই স্বকীয় যে, নিজের স্টাইলের একটা হটকে ঘরানা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। যে কোনও পোশাকেই তাঁর আত্মবিশ্বাস ঝড়ে পরে। তবে কিং খানের ব্যাপারটাই না কি আলাদা। তাই ফ্যাশনের মামলায় প্রেমিকের পাশে দাঁড়ালেও দীপিকা কিন্তু আসলে চাইছেন শাহরুখের ক্যাজুয়াল ওই ডেনিম ফান্ডাই এ বার খানিকটা ধার করুন তিনি। রণবীর শুনছেন কি?