খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : আজ শুক্রবার মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘ভালোবাসার গল্প’ ছবি। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন, নবাগত নায়িকা মুনিয়া আফরিন ও চিত্রনায়ক কায়েস আরজু। ছবি সম্পর্কে অনন্য মামুন বলেন, ‘ভালোবেসে প্রতারণা করা হত্যার শামিল। আমার ছবির মূল কথা এটি। অনেক দিন ধরে ছবি মুক্তি পেলে একটিই কথা শোনা যায়, ছবি মৌলিক নয়। আমি দর্শককে বলতে চাই, ছবি দেখে আপনাদের একটা তৃষ্ণা মিটবে। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখানে প্রেম আছে, জীবনের বাস্তবতা আছে। আশা করি, ছবিটি দর্শক গ্রহণ করবে। ছবিটি মুক্তি পাচ্ছে ৫১টি সিনেমা হলে।’ এসএস মাল্টিমিডিয়া হাউসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ডন ও মিশা সওদাগর। এ চলচ্চিত্রে রয়েছে মোট আটটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, শফিক তুহিন, সালমা, নন্দিতা, অরিন, প্রতীক হাসান ও লুৎফর হাসান।