Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : মুক্তির দ্বিতীয় দিনেই বক্স-অফিসে হোচট খেয়েছে শাহিদ কাপুর ও 57আলিয়া ভাটের সিনেমা ‘শানদার’। মুক্তির পর প্রথম দিনে দারুণ এক সূচনা হয়েছিল বটে, কিন্তু ‘কুইন’ দিয়ে দারুণ সাফল্য অর্জন করা নির্মাতা ভিকাস বেহল পরিচালিত সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে ৭ কোটি ৫৫ লাখ রুপি। বৃহস্পতিবার মুক্তি পেয়ে সিনেমাটি আয় করে নেয় ১৩ কোটি ১০ লাখ রুপি। শাহিদ কাপুর ও আলিয়া ভাটের ক্যারিয়ারে সর্বোচ্চ প্রথম দিনের আয়ের সিনেমায় পরিণত হয় এটি। তবে দ্বিতীয় দিনে এসে সিনেমাটির বাজার পড়ে গিয়েছে বিস্ময়করভাবে। ফক্স স্টার ইন্ডিয়া বলছে সিনেমাটির আয় শতকরা ৪২ ভাগ কমে গেছে। বিয়ের পর শাহিদের প্রথম সিনেমা, আলিয়ার সঙ্গে জুটি বাঁধা এবং দাশেরা ও দুর্গা পূজার ছুটিতে মুক্তি পাওয়া ‘শানদার’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। বিশ্লেষক কোমাল নাহতা এ নিয়ে টুইটারে লেখেন, ‘দ্বিতীয় দিনে একেবারেই নেমে গেছে ‘শানদার’ এর আয়, দর্শকদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে সিনেমাটি। এদিকে সিনেমাটি নিয়ে সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০ কোটি রুপি ব্যবসা করবে এমন প্রত্যাশা থাকলেও, ৩৫ কোটি ছাড়াবে কি না- তা নিয়েই এখন দেখা দিয়েছে সন্দেহ।