Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: সাইমন-পরী জুটির দ্বিতীয় সিনেমা পুড়ে যায় মন। 41সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা অপূর্ব-রানা। গতকাল ২৫ অক্টোবর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছে সেন্সরবোর্ড কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সেন্সরবোর্ড সূত্রে জানা য়ায়, পুড়ে যায় মন সিনেমাটি গতকাল সেন্সরে জমা দেয়া হয়েছে। সিনেমাটি এখনও প্রদর্শেনের তারিখ ঠিক হয়নি। আগামী সপ্তাহে প্রদর্শিত হতে পারে।
সনি ক্রিয়েটিব মিডিয়ার প্রযোজিত পুড়ে যায় মন সিনেমার গল্পে দেখা যাবে- একই এলাকায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছে তারা। এভাবে একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম!
দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরী-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমনিকে ছাড়া পাগল প্রায়।
এ সিনেমায় সাইমন পরী ছাড়াও অভিনয় করছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী ও ইমরান।
সিনেমাটি ঢাকা, পুবাইল, কাপ্তাই, হোতা পাড়া, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।