Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জনপ্রিয় 3কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। পাশাপাশি প্লেব্যাকে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন একটি ছবির গানে কণ্ঠ দিলেন তিনি। নির্মাতা দেওয়ান নাজমুলের নতুন ছবি ‘রাত ১২টার পরে’-তে প্লেব্যাক করলেন এই গায়িকা।
আলাউদ্দিন হক ও রবিন ইসলামের সঙ্গীত পরিচালনায় এই ছবির দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘কুহু কুহু ডাকে’ ও ‘কাঞ্চা মনে এই রঙ রাঙালি’ শীর্ষক গান দুটির গীতিকার ছবির পরিচালক দেওয়ান নাজমুল নিজেই। ‘কাঞ্চা মনে এই রঙ রাঙালী’ দ্বৈত গানে আঁখির আলমগীরের সঙ্গে সহশিল্পী ছিলেন সঙ্গীত পরিচালক রবিন ইসলাম। আরেকটি গান তার একক কণ্ঠে।
নতুন ছবিতে প্লেব্যাক প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানদুটো পাহাড়ী গান। একটি মেলোডি সঙ অন্যটি কিছুটা আইটেম ধাঁচের। দুটি গানটি ঠিক দুরকম। ছবির নায়িকা পাহাড়ী মেয়ে আর তার লিপেই যাচ্ছে আমার গাওয়া গান। স্বাভাবিকভাবেই গানের কথাগুলো পাহাড়ী ভাষায়। গানের কথা, সুর ও সংগীতায়োজনে অনেক বৈচিত্রময়তা রয়েছে। গানদুটো গেয়ে আমার খুব ভাল লেগেছে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে।’
আগামী মাসে ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নতরু সূত্রে জানা যায়। এদিকে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য আগামী ২৯ অক্টোবর কলকাতা মৈত্রী সম্মাননা ২০১৫ পেতে যাচ্ছেন আঁখি আলমগীর। কলকাতার বীরলা একাডেমী আয়োজিত ঐ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পর্যটনমন্ত্রী ও রাজ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি এ সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন।