খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: অভিনেত্রী প্রিতি জিনটার প্রেমের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক কেবল ভাঙেইনি, তিক্ততা থেকে আইনি জটিলতায় মোড় নিয়েছে। তবে এবার হয়তো নতুন কারো আগমন ঘটেছে তার জীবনে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলারের সঙ্গে সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় রাতের খাবার সারতে দেখা গেছে প্রিতিকে। সে সময় হাসিমুখে ক্যামেরাবন্দিও হন এই জুটি।
প্রিতির মালিকানাধীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল কিংস ইলেভেন পাঞ্জাবে বহুদিন ধরেই খেলে আসছেন মিলার।
চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রিতি বলেছিলেন, তার জীবনে এসেছে নতুন কেউ। তবে নতুন প্রেমিকের নাম ফাঁস করেননি তিনি। তবে কি মিলারই কি সেই নতুন প্রেমিক? এই প্রশ্ন এখন উড়ছে মুম্বাইয়ের বাতাসে।