Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: প্রেম রাতান ধান পায়ো’ সহশিল্পি সোনাম কাপুরের 54প্রশংসায় মুখর এখন সালমান খান। তবে তার প্রশংসায় চটে যেতে পারেন মাধুরী দীক্ষিতের ভক্তরা।
সম্প্রতি সোনামের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে সালমান তার তুলনা করেন মাধুরী দীক্ষিতের সঙ্গে। তার মতে, সুরাজ বারজাতিয়ার নতুন সিনেমায় এতোটাই ভালো অভিনয় করেছেন সোনাম, যা ‘হাম আপকে হ্যায় কৌন’- এ মাধুরীর অভিনয়কেও হার মানায়।
এক সাক্ষাৎকারে সালমান বলেন, “সোনাম খুবই ভালো একজন অভিনেত্রী। যদি আপনারা ‘হাম আপকে হ্যায় কৌন’- এ মাধুরীকে দেখেন, আর ‘প্রেম রাতান ধান পায়ো’তে সোনামকে, তাহলেই বুঝতে পারবেন। আমার মতে, সোনাম মাধুরীর চেয়েও ভালো কাজ করেছে এই সিনেমায়।”
মাধুরীর মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে সোনামের তুলনা করা কতখানি ন্যায্য, এই প্রসঙ্গ উঠতেই অবশ্য কথা ঘুরিয়ে ফেলেন সালমান। তিনি বলেন, “মাধুরি জানবে যে এটা সত্য নয় এবং সে বুঝবে যে আমি ‘প্রেম রাতান ধান পায়ো’র প্রচার চালাচ্ছি”
অভিনয়ের চেয়ে নিজের ফ্যাশন সচেতনতার জন্যই বেশি পরিচিত সোনাম কাপুর। সালমানের বিপরীতে তার নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ পরিচালনা করেছেন সুরাজ বারজাতিয়া। এটি মুক্তি পাবে ১২ নভেম্বর।