Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : অভিনেতা দেবের নতুন ইনিংস শুরু হল। শুভশ্রী সঙ্গে নিয়েই। বেশ কয়েক বছর পর বাংলার সিনেদুনিয়ায় আবার ফিরছে এ জুটি। আর এই জুটিতেই যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’র শুটিং শুরু হল, তেমনই প্রযোজক হিসেবে দেবের নয়া ইনিংসেরও যাত্রা শুরু হল। নতুন এই জার্নি নিয়ে দেব ছিলেন বেশ ‘একসাইটেড’। তা টুইট করেই জানিয়ে দিয়েছিলেন তিনি।
তাঁর প্রযোজনা সংস্থার নাম- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। একই সঙ্গে তাঁর ও শুভশ্রীর জুটির জনপ্রিয়তা মাথায় রেখে, তাঁদের প্রতি দর্শকের যে আকাশছোঁয়া প্রত্যাশা তাও টের পাচ্ছেন তিনি। তাই নায়কও ছিলেন সকলের সমর্থন প্রত্যাশী।
পুজোয় ‘শুধু তোমারই জন্য’ ব্যাপক সাফল্য পেয়েছে। সেই সাফল্য মাথায় নিয়েই পুজো শেষে ধূমকেতুর শুটিং শুরু করলেন। প্রথমদিনের শুটিংয়ে দেবকে দেখা গেল বরবেশে। কনের সাজে শুভশ্রী। অনস্ক্রিন এ জুটির কেমিস্ট্রি যে জমজমাট হবে, তার আঁচ পাওয়া যায় এ ছবি থেকেই। দেব ও শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়- একচু অচেনা হলেও এই সমীকরণই এবার বাংলা ছবির জগতে।
পরিচালক অবশ্য জানিয়েছেন, দেব শুভশ্রীর মতো নায়ক নায়িকা থাকলেও, তিনি তাঁর ঘরানা অনুযায়ীই এ ছবি করছেন। আর সেখানে দুই চরিত্র হিসেবেই দেখা যাবে এঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতে দেব ও শুভশ্রীকে কীভাবে পাওয়া যাবে তা দেখতে উৎসুক বাংলার সিনেপ্রেমীরা।