Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়ালেন না অভিনেত্রী আমিশা প্যাটেল। আর এই নিয়েই হইচই বলিউডে।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে আমিশার বিরুদ্ধে অভিযোগ করেছেন টিভি অভিনেতা কুশাল ট্যান্ডন। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন তিনি আমিশাকে বসে থাকতে দেখেন বলে টুইট করেন কুশল। এর জবাব দিতে গিয়েই, কুশালকে ‘ছোটোলোক’ বলে আমিশা জানান, ‘মেয়েদের সমস্যার (পিরিয়ডস) জন্যই আমি বসেছিলাম। উঠে দাঁড়ালে প্রেক্ষাগৃহ অপরিচ্ছন্ন হত।’
কুশাল টুইটারে পোস্ট করে বলেছিলেন যে, ‘জাতীয় সংগীত শুরু হল। সবাই দাঁড়িয়ে, খালি একটি মেয়ে বসে। প্রথমে ভেবেছিলাম অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধী। তারপর দেখলাম, না, বসে বসে সে মোবাইল ঘাঁটছে। আলো আসতে দেখলাম, মেয়েটি আমিশা প্যাটেল।’
এই টুইটের পরই সোশ্যাল সাইটে আমিশার সমালোচনা শুরু হয়। যার জেরে জবাব দিতে বাধ্য হন কহো না পেয়ার হ্যায় খ্যাত এই অভিনেত্রী।
কুশালকে আক্রমণ করে আমিশা টুইটারে লেখেন, ‘সবার উচিত ওই ইডিয়ট কুশালকে একটা চড় কষানো। মহিলাদের সম্মান দিতে শেখেনি কুশাল। কী বলতে হয়, আর কী না, ও সেটা জানে না। কোনো মেয়ে বন্ধু নেই বলেই কুশাল এটা জানে না।’ টুইটে আমিশা দাবি করেন, জাতীয় সংগীত শুরু হতেই তিনি ওয়াশরুমে চলে যান।
এই জবাবের প্রেক্ষিতে অবশ্য কেউ কেউ প্রশ্ন তোলেন, উঠেই যদি দাঁড়াতে না পারেন, তাহলে আমিশা ওয়াশরুমে গেলেন কীভাবে? জবাবে অভিনেত্রী বলেন, জাতীয় সংগীতের প্রতি মর্যাদা দিতেই অপেক্ষা করছিলেন। পরিচ্ছন্নতার দিকে খেয়াল করেই জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর তিনি দেরি না করেই সোজা চলে যান ওয়াশরুমে।