Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

IndiaTvb21090_sunny-leone-pinkখোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন এবং সম্প্রতি খোলামেলা হয়ে আলোচিত হয়েছেন ডেইজি শাহ। এই দুজনের মধ্যে নাকি ইদানিং তুমুল লড়াই চলছে। আর লড়াইয়ের বিষয়বস্তু হচ্ছে সেক্স!
আসল বিষয় হচ্ছে, সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদে’ এবং ডেইজি শাহের ‘হেট স্টোরি ৩’ দুটি সিনেমাই মুক্তি পাচ্ছে আগামী ৪ ডিসেম্বর। আর দুটি ছবির স্টোরিলাইনেই রয়েছে ‘সেক্স’।
‘মাস্তিজাদে’ একটি সেক্স কমেডি। আর দ্বিতীয় ছবিটি ‘হেট স্টোরি’র সিক্যুয়েল। মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’তে দর্শকরা দেখবেন সানি লিওনের মাস্তি। ফার্স্ট লুকেই সানি মন জয় করেছেন সিনেপ্রেমীদের। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। লিলি লেলে এবং লালিয়া লেলে। লিলি-লালিয়ার সেক্স নিয়েই কমেডি ছবি তৈরি করেছেন মিলাপ। বিশেষ চরিত্রে দেখা যাবে তুষার কাপুর এবং বীর দাসকেও।
অন্য দিকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জারিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। সব মিলিয়ে একই দিনে এই দুটি ছবি মুক্তি পাওয়ায় ব্যবসা খানিকটা ভাগ হয়ে যাবে বলেই মনে করছেন বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
এখন দেখার বিষয় বক্সঅফিসে কে বেশি উত্তেজনা ছড়াতে পারে সানি নাকি ডেইজি।