Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৬৬ শতাংশ। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার মিরাকল ইন্ডাস্ট্রিজের সমাপনী মূল্য ছিল ২৩.৮ টাকা। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৬.১ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ২২.৯ টাকা থেকে ২৬.১ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের ৮.৬১ শতাংশ, অলটেক্সের ৬.০৩ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৫.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩১ শতাংশ, এপেক্স ফুডসের ৫.২৩ শতাংশ, পাওয়ারগ্রিডের ৩.৬৮ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৬৮ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ৩.৪৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.০৭ শতাংশ দর বেড়েছে।
দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।