খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : জামা খুলে নিজের পেশীবহুল দেহ দেখিয়ে ভক্তদের মন মাতানো সালমান খানের অনন্য বৈশিষ্ট্য। কিন্তু আপনি কি জানেন, নিজের বাড়িতেও কাপড় পরতে পছন্দ করেন না এই তারকা?
সম্প্রতি এক ফ্যাশন শোতে গিয়ে এই কথা স্বীকার করেন সালমান। তিনি বলেন, “আমি কাপড় পরে থাকতে পছন্দ করি না। যখন আমি কাপড় গায়ে দেই আমার কেমন যেন লাগে।”
সালমান আরো বলেন, “কোনো দিন যদি আপনারা আমার বাড়িতে আসেন, নিজেরাই দেখবেন। শুধু আমিই নই, আমার বাবাও ঘরে কম কাপড়চোপড় পরতে পছন্দ করেন। মাঝে মাঝে প্যান্টের সঙ্গে হাতকাটা গেঞ্জি, শার্ট কিংবা খালি গায়ে ঘুরি আমরা।”
সিনেমাতে তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানেও নিজের উধ্বাঙ্গর্ উন্মুক্ত করাটাকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিণত করেছেন এই তারকা। মূলত একে এক প্রথায় রূপ দেন ‘প্যায়ার কিয়া তো ডারনা ক্যায়া’ (১৯৯৮) সিনেমার জনপ্রিয় গান ‘ও ও জানে জানা’ থেকে। ঐ গানে প্রথম খালি গায়ে নেচেছিলেন সালমান।