Tue. Sep 23rd, 2025
Advertisements

14খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ওজন নিয়ে বার বার সমালোচনার মুখে পড়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বিদ্যা বালান। এ ধরনের মন্তব্য নিয়ে মাথা না ঘামালেও, সম্প্রতি এক বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে একটু বিরক্তই হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা।
বিদ্যা বলেন, কয়েকদিন আগে অনেক সিনিয়র একজন অভিনেতার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, ‘অনেক মোটা হয়ে গেছো’। আমার ইচ্ছা করছিল তাকে বলতে, হরমোনের সমস্যা কিন্তু আপনারও হয়।’’
কোন সাহসে কেউ কাউকে এ ধরনের কথা বলতে পারে? তার প্রতিভাকে সম্মান করেই বলছি, একজন নারীকে নিয়ে এভাবে মন্তব্য করা কোনো ভদ্রলোকের কাজ নয়।
‘হামারি আধুরি কাহানি’ খ্যাত এই অভিনেত্রী আরো বলেন, বিয়ের পর থেকেই তার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন অনেকে। পরিবার পরিকল্পনা নিয়েও মতামত দেয়া শুরু করেছেন কেউ কেউ।
অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, মা হচ্ছো কবে? আমার মনে হয় বলি, তোমরা আমার বাড়িতে চলে এসো, সবাই মিলে বসে পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করি।
চলতি বছর মুক্তি পেয়েছে বিদ্যা অভিনীত ‘হামারি আধুরি কাহানি’, তবে বক্স-অফিসে সফল হতে পারেনি সিনেমাটি।