Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: জেলায় ১০ মাসের শিশু পুত্র জুবায়েরকে শ্বাসরোধে হত্যার পর গর্ভধারিনী মা পলি খাতুন (২০) আত্মহত্যা করেছেন।
সোমবার সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পলি ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন পলি খাতুনের স্বামী জালাল উদ্দিন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পলি খাতুনের শ্বাশুড়ি নাজমা বেগমকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পলি খাতুন তার ১০ মাসের শিশু পুত্র জুবায়ের হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর লেপের মধ্যে লুকিয়ে রাখে এবং পলি খাতুন নিজে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ সময় জালাল উদ্দিন বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে জালাল উদ্দিন বাড়িতে খাওয়ার জন্য গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে তিনি ঘরের দরজা ভেঙে ভিতরে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ ও বিছানায় শিশুকে মৃত অবস্থায় দেখতে পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ‘বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ও স্থানীয়দের সাথে কথা বলে মনে হয়েছে শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে স্বামী-স্ত্রীর সাংসারিক দ্বন্দ্বের কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি।’
এদিকে মৃত পলি খাতুনের ভাই জনি হোসেন অভিযোগ করে জানান, ‘৩ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়ই ঝগড়া বিবাদে পারিবারিক অশান্তি ছিল দুইজনের পরিবারের মধ্যেও। জনির অভিযোগ, তার বোন ও ভাগ্নেকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করছে তার দুলাভাই জালাল উদ্দিন।’
দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানান, ‘আমরা দুইজনের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি। তবে কেন, কি কারণে মারা গেছে তা কেউ বলতে পারছেনা। ফুটফুটে ছেলে ও মা মারা যাওয়ায় এলাকার মানুষ আমরা হতভম্ব।’
তিনি আরও জানান, ‘নিহতদের স্বামী জালাল সেলুনে কাজ করেন। দোগাছি বাজারে একটি সেলুনের দোকান আছে তার।