খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: ভিকারুননিসা স্কুল ও কলেজের ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ২৫ নভেম্বর।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. সালেহ উদ্দিন মঙ্গলবার রায়ের এই দিন ঠিক করেন বলে আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।